ক্রিকেট

বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন, দলে ফিরলেন মিঠুন-রাহী-সৌম্য

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জিততেই হবে মমিনুলদের।

বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন। সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে এসে এসেছেন সৌম্য সরকার, আবু জায়েদ রাহী ও মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন : টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

অন্যদিকে ক্যারিবীয় একাদশেও এসেছে একটি পরিবর্তন। কেমার রোচের জায়গায় দলে এসেছেন আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, এনকেরুমা বোনার, জার্মেইন ব্লাকউড, জশুয়া ডি সিলভা, রাকিম কর্নওয়াল, কাইল মেয়ার্স, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১১ ফেব্রুয়ারি

Back to top button