ঢাকা
ঢাকায় আত্মগোপনে থাকা টাঙ্গাইলের যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা, ২৪ ডিসেম্বর – দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় আত্মগোপন থাকার পর টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।
তিনি জানান, মুস্তাফিজুর রহমান সোহেল নামে টাঙ্গাইলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেই জেলার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫









