জাতীয়

রাজধানীতে আই‌সি‌টি ক্লা‌বের উ‌দ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি ক্লাব তথ্যপ্রযুক্তি খাতে ও আইসিটি শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে। আইসিটি ক্লাবে শুধু নতুন নতুন উদ্ভাবন ও সৃজশীলতা নিয়ে আলোচনাই নয়, তথ্যপ্রযুক্তিতে লিডারশিপ গড়ে উঠবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে সোনার তরী টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাবের উদ্বোধন করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লাবের উদ্বোধকালে এসব কথা বলেন।

আরও পড়ুন : বিস্ফোরণ ঝুঁকিতে দেশের আকাশ-স্থল-নৌবন্দর

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি তিনি আরও বলেন, আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে একাডেমিয়াসহ আইসিটি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ের বা কোলাবরেশনের কোনো বিকল্প নেই। তরুণ উদ্যোক্তারা এ ক্লাব থেকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।

বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্রে পরিণত করতে একটি গোষ্ঠী এখনও তৎপর উল্লেখ করে পলক বলেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্লবে আইসিটি ক্লাব অনন্য ভূমিকা পালন করবে। আগামী দিনে শুধু উৎপাদনেই নয়, প্রযুক্তি পণ্য রপ্তানিতে এগিয়ে থাকবে বাংলাদেশ।

তথ্যপ্রযুক্তি খাতের সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে আইসিটি ক্লাব দেশের সব হাইটেক পার্কে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আইসিটি ক্লাবের সভাপতি মোজ্জামেল বাবু ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনীর বক্তব্য রাখেন। এছাড়া অন্যদের মধ্যে বেসিস, ইক্যাব, বাক্কো, বিসিএসসহ তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ০৩ ফেব্রুয়ারি

Back to top button