জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠান মার্চে খুলতে পারে

ঢাকা, ৬ জানুয়ারি- পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সরকার নিতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার।

আরও পড়ুন :  ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্য ভাইরাল (ভিডিও)

উল্লেখ‌্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফার পর ছুটি সর্বশেষ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মহামারির কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা, পঞ্চম ও অষ্টমের সমাপনীর পরীক্ষাও নেওয়া হয়নি।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/৬ জানুয়ারি

Back to top button