ইউরোপ

পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না জেলেনস্কি

কিয়েভ, ১১ আগস্ট – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। তিনি ইতালির নিউজ ওয়েবসাইট কুরিয়ার দেলা সেরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।

টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে কুলেবা বলেছেন, পুতিন ‘এত বেশি বড় বড় অপরাধযজ্ঞ’ চালিয়েছেন যে তার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়। তিনি বলেন, আমরা একথা স্পষ্ট করে বলতে পারি যে, আমরা কখনও পুতিন ও জেলেনস্কিকে একই আলোচনার টেবিলে দেখতে পাব না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ঠেকাতে মূলত এ অভিযান শুরু করেছে মস্কো। গত প্রায় দেড় বছরে ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। ইউক্রেন মূলত পশ্চিমা সহায়তা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে রয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১১ আগস্ট ২০২৩

Back to top button