খাবারের ঘ্রাণ পেয়ে বিয়েতে হাজির হাতির পাল, মোটরসাইকেলে চেপে পালালেন বর–কনে
একেই বলে অযাচিত অতিথি। বিয়ে বাড়িতে কেউ তাদের দাওয়াত করেনি। তবুও দল বেধে চলে এলো তারা। তারা আর কেউ নয়, হাতির পাল। বিয়ে বাড়িতে খাবারের আয়োজন করা হলো বেশ বড় করে। আলুর দম, খাসির গোস্ত-একেবারে এলাহি ব্যবস্থা। আর ওই বিয়ে বাড়ির দরজায় এলো হাতি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের ঝাড়গ্রামের এ ঘটনা ঘটে।
ঝাড়গ্রামে তন্ময় সিংহের সঙ্গে মাম্পি সিংহের বিয়ের আসর। খাওয়ার এলাহি ব্যবস্থা করা হয়েছিল। অতিথিরা আসতে শুরু করেছিল। কিন্তু ওই সময় বর-কনে কোথায় গেল? মূলত খাবারে ও দেশি মদের গন্ধে চলে আসে হাতির পাল।
এদিকে ভোটের জন্য অনেকের বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। এরপর ভোটের ফলাফল বের হতেই বিয়ের আসর বসছে। কিন্তু তাতেও রক্ষা নেই। এবার বিয়ে বাড়িতে হানা দিচ্ছে হাতির পাল। কিছু বুঝে ওঠার আগে তারা চলে আসছে। তবে এবার আর কোনো ঝুঁকি নেয়নি বর-কনে। হাতি আসার খবর পেতেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের দাবি, অন্তত ১০০টি হাতি এলাকায় ঘুরছে। তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে মাঝে মধ্যেই হানা দিচ্ছে লোকালয়ে।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে জানা গেছে, তন্ময় ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করেন। তিনি হাতির ডাক শুনেই বুঝতে পারেন যে হাতির পাল আসছে। এরপর বিয়ে বাড়ির অতিথিরা যে যার মতো করে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নেয়। আর বর-কনে সোজা মোটরসাইকেলে করে এলাকা ছাড়ে।
পরে বনকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কখন যে হাতির দল এলাকায় চলে আসবে তা বুঝে উঠতে পারছে না বাসিন্দারা।
আইএ