ফুটবল

এবার ফিফার নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ এপ্রিল – আর্থিক অনিয়মের কারণে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এনিয়ে দেশের ফুটবলে টালমাটাল অবস্থা। আপাতত ফিফার নিয়ম মানছে বাফুফে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেছেন, ‘তারা যে আমাদের ভাবমূর্তি সংকটে ফেলেছে, এতে আমরা খুবই লজ্জিত। তবে একদিকে বাংলাদেশ সৌভাগ্যবান যে, ব্যক্তির ওপর দিয়ে নিষেধাজ্ঞা এসেছে। ফুটবল ফেডারেশনের ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।’ শনিবার টঙ্গীস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

অভিযুক্ত সোহাগের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে ফিফার রায়কে ত্রুটিপূর্ণ দাবি করে আপিল করার ঘোষণা দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩

Back to top button