সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের দাফন শুক্রবার
ঢাকা, ০৬ এপ্রিল – সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমানের জানাজা ও দাফন হবে শুক্রবার। তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসার কথা। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান রোকিয়া আফজাল রহমান।
পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রোকিয়া আফজালের জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।
শোক প্রকাশ: রোকিয়া আফজালের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, ‘রোকিয়া শুধু আমার বন্ধুই ছিলেন না; তিনি ছিলেন আমার অধিকাংশ কাজের পরামর্শ ও উৎসাহদাতা। বাংলাদেশের দরিদ্র নারীদের প্রতি তাঁর আগ্রহ সব সময়ই সব কিছুর ঊর্ধ্বে ছিল। নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অতুলনীয়। তিনি বিরাট এক শূন্যতা সৃষ্টি করে আমাদের ছেড়ে চলে গেলেন।’
পৃথক শোকবার্তায় আইসিসি বাংলাদেশ বলেছে, সংগঠনের সহসভাপতি রোকিয়ার মত্যুতে আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ড এবং এর সদস্যরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা উদ্যোক্তা সমিতির সভাপতি এবং বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৯৬ সালে তিনি ক্ষুদ্র উদ্যোগের উন্নয়নের জন্য উইমেন ইন স্মল এন্টারপ্রাইজেস গঠন করেন। ২০০৩ সালে আমেরিকান চেম্বার তাঁকে বছরের সেরা ব্যবসায়ী হিসেবে পুরস্কৃত করে।
সূত্র: সমকাল
আইএ/ ০৬ এপ্রিল ২০২৩