দক্ষিণ আমেরিকা

হ্যারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড লুইজিয়ানা

ছাবেদ সাথী

লুইজিয়ানা, ১০ অক্টোবর- যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্রেওল উপকূলে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) রাতে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে হারিকেন ডেল্টা আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সেখানে আচমকা বন্যা দেখা দিতে পারে। এতে পানিবন্দি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অন্তত ৫৫ লাখ মানুষ।

দেশটির আবহওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার বেশিরভাগ এলাকায় ৫ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় এর পরিমাণ ১৫ ইঞ্চিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা

এনএইচসি বলছে- হারিকেন ডেল্টা উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি দুই ছিল। তবে এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি এক হয়ে আসে। ঝড়টি এখনো প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের ফলে সেখানে ব‌্যাপক বৃষ্টি হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ডেল্টার কারণে লুইজিয়ানার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। টেক্সাসেও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন এক লাখের বেশি বাসিন্দা।

এদিকে, এটি চলতি বছরে দেশটিতে আঘাত হানা ১০ম ঝড়। ২০০৫ সালের পর আর এক মৌসুমে এত বেশি ঝড়ের মুখোমুখি হয়নি যুক্তরাষ্ট্র।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ অক্টোবর

Back to top button