Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

খিলখিল কাজী

খিলখিল কাজী একজন সঙ্গীত শিল্পী। খিলখিল কাজী নামটি তার বাবার দেয়া। গানের হাতে খড়ি বাবার কাছে। বাংলাদেশে গান শিখেছেন শিল্পী বেদার উদ্দিন চাচার কাছে, সুধীন কাকু, শিল্পী সালাউদ্দিন আহমদের কাছে। খিলখিল পেশায় সংগীত শিল্পী। তিনি নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। দাদুর জীবন কর্ম নিয়ে গবেষণা করছেন।

বাবা কাজী সব্যসাচী, মা উমা কাজী, ছোট ভাই বাবুল কাজী, তার স্ত্রী রুনা কাজী, তাদের দু’বাচ্চা আরিয়েন ও আরিয়াত, বোন মিষ্টি কাজী নিয়ে তাদের সংসার। ৭৯-তে খিলখিল কাজীর বাবা কাজী সব্যসাচী মারা যাবার পর ১৯৮৫-তে সবাই বাংলাদেশে চলে আসেন। সেই থেকে বনানীতে সরকারের দেয়া বাসায় আছেন। তারা এখন বাংলাদেশের নাগরিক। খিলখিলের ছোট বোন মিষ্টি কাজী আর চাচা অনিরুদ্ধ কাজীর পরিবার কলকাতায় আছেন। খিলখিল কাজী এখনো একা।

দেশ ও প্রবাসে শিল্প-সাহিত্য-সংষ্কৃতি-ক্রীড়া ও সমাজ উন্নয়নের আইকনদের কর্মের মূল্যায়ন, উৎসাহ, অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের মাঝে প্রেরনা সৃষ্টির মাধ্যমে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও স্বদেশী স্বকীয়তাকে সমুজ্জ্বল রাখার নিমিত্তে বাদাম-হলিউড পদক দেয়া হয়। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক পেয়েছেন কাজী নজরুল ইসলামের কর্মের উপর অবদানমূলক কাজের জন্য খিলখিল কাজী।

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে