জাতীয়

আলুর বাজার মনিটরিং জোরদার করা হবে: কৃষিমন্ত্রী

ঢাকা, ২১ অক্টোবর- কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘সরকার ব্যবসায়ীদের অনুরোধে প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা পুনঃনির্ধারণ করেছে। ৩৫ টাকায় আলু বিক্রি হচ্ছে কি না, সে বিষয়ে আগামীকাল থেকে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে।’

বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘আলুর দাম ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। কিন্তু দাম যদি ৫০-৫৫ টাকা হয়, তাহলে তা কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না।’

আরও পড়ুন: ৪৭৪ কোটি টাকা ব্যয়ে ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে তারা অনেক ক্ষেত্রেই আমাদের চেয়ে এগিয়ে। তাদের সহযোগিতা নেওয়া হবে। কৃষি খাতে সহযোগিতার অনেক সুযোগ আছে। তারা সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে অনেক বড় প্রকল্প নিয়েছে। ভারতের বেশকিছু কোম্পানি আছে, যারা এক্ষেত্রে সফল। এক্ষেত্রে ভারতের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন, যাতে ভালো কিছু কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে। বিশেষ করে, মাহেন্দ্রকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন তিনি।’

পেঁয়াজের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ভারতকে ফের পেঁয়াজ রপ্তানি শুরু করতে বলেছি। এলসি করা ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেওয়ার কথা বলেছি। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় ভারত থেকে পেঁয়াজ আসবে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button