ফুটবল

ফাইনালে উঠে ইংল্যান্ড কোচের সতর্কবার্তা

৫৫ বছরের ব্যথা, বেদনা, গ্লানি সব ধুয়ে মুছে শুধুমাত্র হ্যারি কেইনের একটা কিকে। কোটি কোটি ইংলিশ জনগণ ইউরোর মেগা সেমিফাইনালের রাতে তাকিয়ে ছিলেন তাদের অধিনায়ক হ্যারি কেইনের একটি শটের দিকে। ১০৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ফিরতি বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে পৌঁছে দেন হ্যারি কেইন।

আর মাত্র এক ধাপ বাকি। তাহলেই ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি আসবে ইংলিশদের ঘরে। এই ধাপকেই বড় বাধা আখ্যা দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তার মতে, এই বাঁধাও জয় করবে ইংল্যান্ড। তবে টুর্নামেন্টে এখনো না হারা ইতালির বিপক্ষে আগেই সতর্কবার্তা দিয়ে রাখলেন ইংল্যান্ড কোচ।

এক সাক্ষাৎকারে সাউথগেট বলেন, ‘আমরা ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই খুবই আনন্দের বিষয়। তবে আমাদের এখনও একটা বড় বাঁধা পেরোতে হবে। ইতালি শক্তিশালী দল। ওদের ডিফেন্সে দুই যোদ্ধা রয়েছে এবং গোটা দলটাই দারুণ পারফর্ম করেছে। ফাইনালে আমরা একটা দারুণ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি।’

ফাইনাল উঠতে পেরে শিষ্যদের নিয়ে গর্বিত সাউথগেট। চমৎকার রাত উপহার দিতে পারার সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘সবথেকে আনন্দদায়ক ব্যাপার হল আমরা আমাদের সমর্থক ও গোটা দেশকে এক স্মরণীয় রাত উপহার দিতে পেরেছি।’

সূত্র : সমকাল
এম এউ, ০৯ জুলাই

Back to top button