ফুটবল

মারা গেছেন আর্জেটিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তি

বুয়েনোস আইরেস, ০৬ মে – আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার (৬ মে) এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেনোত্তি। সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন তিনি।

বুটজোড়া তুলে রাখার পর বার্সেলোনা, ইতালি, মেক্সিকো, উরুগুয়ে ও আর্জেন্টিনাকে কোচিং করান। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে কোচিংয়ের দায়িত্ব পান তিনি। একই বছর ১৭ বছর বয়সী বিষ্ময়বালক ডিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপ দলে না রেখে বেশ সমালোচনার মুখে পড়েন। অবশ্য তার কোচিংয়েই নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

পরের বছর আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতান মেনত্তি। অবশ্য সেই আসরে ম্যারাডোনাকে স্কোয়াডে রেখেছিলেন তিনি।

১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে মেনত্তির রাজত্ব শেষ হয়। সেবার ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পরে আর্জেন্টিনা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ মে ২০২৪

Back to top button