রূপচর্চা
পার্লারে নয়, বাড়িতেই করুন হেয়ার স্ট্রেটনিং
পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং করা মানেই অনেক টাকা খরচ। তার উপর আবার ছয় মাস পর হারানো ভয়। পাশাপাশি রয়েছে নানা সমস্যা।
তবে পার্লারে না গিয়ে অযথা টাকা খরচ না করে বাড়িতে বসেই করতে পারেন হেয়ার স্ট্রেটনিং।
বাড়িতে হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য হ্যান্ড ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে শ্যাম্পু করলে চুল আর স্ট্রেট থাকবে না।
হ্যান্ড হেয়ার ড্রায়ার ব্যবহার করার জন্য চুল ধুয়ে ভিজে অবস্থায় চুলটিকে কয়েকভাগে ভাগ করুন। এরপর চিরুনি বা ব্রাশ দিয়ে চুলের ডগার দিকটা স্ট্রেট করে ধরুন। নীচের দিক থেকে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন।
এই একই পদ্ধতি চুলের প্রতিটি ভাগেই অ্যাপ্লাই করুন। চুলের অন্তত ছয় ইঞ্চি দূরে ড্রায়ার ধরবেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখা জরুরি। হেয়ার ড্রায়ার অতিরিক্ত ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যায়।
এস সি