কুমিল্লা

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা, ১৯ অক্টোবর- কুমিল্লায় শহরে শাসনগাছা ও রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেইসঙ্গে জব্দ করা হয়েছে পাসপোর্ট, নকল সিলমোহর ও নগদ টাকা। আজ সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর রেইসকোর্স এলাকার সাদেকুল ইসলাম (৩৫), সারফাইন উদ্দিন (৩২), আলমগীর (৪৩) ও সদর উপজেলার চাঁনপুর গ্রামের জুয়েল আহম্মেদ বাপ্পি (৩৪)।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকে করে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১-এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে লোকজনের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেনে। এ ছাড়া নকল সিলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতেন। পরে সেগুলো জমা দিয়ে অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করতেন।

সূত্র : এনটিভি
এন এইচ, ১৯ অক্টোবর

Back to top button