মিডিয়া

চালু হয়েছে এসএ টিভি, রোববার খুলবে চ্যানেল নাইন

ঢাকা, ২১ মে – বেসরকারি টেলিভিশন এসএ টিভি ও চ্যানেল নাইনের স্যাটেলাইট ভাড়া পরিশোধ না করায় বৃহস্পতিবার মধ্যরাতে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তবে এসএ টিভি বকেয়া বিল পরিশোধ করলে দুপুরে চালু হয়। তবে এখনো বন্ধ আছে চ্যানেল নাইন।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বেসরকারি এই চ্যানেল দু’টির অল্প কিছু টাকা বকেয়া ছিলো, এজন্য সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিলো। তবে এসএ টিভি বকেয়া পরিশোধ করায় দুপুরে সম্প্রচার আবার চালু করে দেয়া হয়েছে।

চ্যানেল নাইনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও যোগাযোগ করেছে, রোববার সকালের মধ্যে চ্যানেল নাইন চালু করে দেয়া হবে।

এ বিষয়ে এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি। আমাদের সম্প্রচার চলছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে দেশি টেলিভিশনগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ২১ মে

Back to top button