আইন-আদালত

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন, রোববার থেকে কার্যকর

ঢাকা, ০৪ মে – সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার (৫ মে) সকাল থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে। শনিবার (৪ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চের রোববারের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি নিজে রয়েছেন। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

দুই নম্বর বেঞ্চের নেতৃত্ব রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

উল্লেখ্য, বিচারপতি সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয় রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি

এর আগে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ চলতো, কিন্তু সম্প্রতি নিয়োগ দেয়া হয় তিন বিচারপতিকে। এরপর গত সপ্তাহে প্রধান বিচারপতি উন্মুক্ত আদালতে বলেন আপিল বিভাগকে দুটি ভাগে ভাগ করা হবে।

জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই। পরে আইনজীবীরা সিরিয়ালের লাইন থেকে সরে যান। এদিকে আইনজীবীদের দাবি ছিল যেন আপিল বিভাগে দুটি বেঞ্চ হয়। সেটিই ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি।

২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ মে ২০২৪

Back to top button