নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে মামুনুল ইস্যু‌: হেফাজতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ, ০৯ এপ্রিল – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক কাণ্ডকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারী’ হেফাজত নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইফ, হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির ও অহিদ। তাদের মধ্যে অহিদ তাবলীগ জামাতের সদস্য ও করোনায় কাজ করা এহসান পরিবারের সদস্য।

আরও পড়ুন : গোপন বৈঠক থেকে হেফাজতের ৭ জন আটক

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হলো।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নাম-ঠিকানা অন্তর্ভুক্ত করা হবে। এ ঘটনায় এজহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করার ঘটনায় হেফাজত কর্মীদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রিসোর্টে ভাঙচুর মামলায় এজহারভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর অদূরে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক নারীসহ অবস্থান করছেন- এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতাকর্মী ও মাদ্রাসাছাত্ররা মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুলকে নিয়ে যায়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ এপ্রিল

Back to top button