অন্যান্য

এক সপ্তাহ পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন

করোনাভাইরাসের দ্বিতীয় টেউয়ের কারণে এক সপ্তাহ পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। নতুন সূচি অনুযায়ী ৩০ মে শুরু হবে টেনিসের এ গ্ল্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। কোয়ালিফাইং পর্ব হবে ঠিক তার আগের সপ্তাহে। আসরের পর্দা নামবে ১৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন : লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস

ফরাসি টেনিস ফেডারেশন (এফএফটি) বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করে জানিয়েছে, টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় আরও বেশি দর্শক ফেরানো যাবে।

উইম্বলডন শুরুর দুই সপ্তাহ আগে শেষ হবে টুর্নামেন্ট। ফরাসি ওপেন পেছালেও উইম্বলডন কোর্টে গড়াবে আগের সূচিতে।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ০৮ এপ্রিল

Back to top button