জাতীয়

প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজারের বেশি মানুষ

ঢাকা, ০৮ এপ্রিল – দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুন : এক সপ্তাহে মেট্রোরেলের ৪৮ জন করোনায় আক্রান্ত

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তাতে অংশ নিয়ে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৮ এপ্রিল

Back to top button