এক সপ্তাহে মেট্রোরেলের ৪৮ জন করোনায় আক্রান্ত
ঢাকা, ০৮ এপ্রিল – করোনাভাইরাসে গত এক সপ্তাহে মেট্রোরেল প্রকল্পের সঙ্গে জড়িত ৪৮ জন আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।
তিনি জানান, এখন পর্যন্ত প্রকল্পের মোট ৫১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ বাড়লেও প্রকল্পের কাজ সকাল ও বিকেল, দুটি শিফটে ‘পুরোদমে’ চলছে।
আরও পড়ুন : করোনা নয়, বিএনপি দমনে মরিয়া সরকার : ফখরুল
অনলাইন সংবাদ সম্মেলনে এমএএন সিদ্দিক বলেন, ‘প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৮৩ দশমিক ৫২ শতাংশ ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজের ৫৭ দশমিক ৬৮ শতাংশ অগ্রগতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চলতি বছর ডিসেম্বরে প্রকল্পটি চালুর লক্ষ্য রয়েছে। সবকিছুই এখন নির্ভর করছে দেশের ও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ওপর।’
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মিত হচ্ছে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৮ এপ্রিল