জাতীয়

দেশে টিকা গ্রহীতার সংখ্যা ৫৩ লাখ ৭০ হাজার ছাড়াল

ঢাকা, ৩১ মার্চ – সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৫০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে মাত্র দুই জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৩৩ জনের শরীরে। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৬৮ লাখ দুই হাজার ৪৪২ জন।

আরও পড়ুন : ‘সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ’

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৫০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৫৭ জন এবং নারী ২১ হাজার ৭৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ৩১ মার্চ

Back to top button