জাতীয়

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহান মারা গেছেন

ঢাকা, ৩০ মার্চ – আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং দলের উপ-কমিটির সাবেক সদস্য মো. শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক শাহজাহান সোমবার দিবাগত রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন : গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাআওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে মোঃ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩০ মার্চ

Back to top button