অন্যান্য

আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ে শুরু বাংলাদেশের

ঢাকা, ২৮ মার্চ – দাপুটে জয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের মিশন শুরু করল স্বাগতিক বাংলাদেশ।

রবিবার জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তিনটি লোনাসহ ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে হারায়।

বিজয়ী দল প্রথমার্ধে ২০-১১ পয়েন্টে এগিয়ে ছিল।

আরও পড়ুন : টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা

কোর্টে ম্যাচ গড়ানোর আগে আসরটির উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মোট পাঁচটি দল। লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম পর্বে একে অপরের মুখোমুখি হবে সবাই। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সরাসরি ফাইনালে খেলবে।

আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাইং ম্যাচ খেলবে, দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে টিকিট পেতে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৮ মার্চ

Back to top button