এশিয়া

করোনা: উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের তদন্ত শুরু

বেইজিং, ০৪ ফেব্রুয়ারি – করোনাভাইরাসের উৎস বিষয়ে আলোচিত উহানের সেই ল্যাবটি পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দল।

কড়া নিরাপত্তার মধ্যে বুধবার উহান ইন্সটিটিউট অব ভাইরোলজিতে যান তারা।

সেখানে বিশ্বজুড়ে ‘ব্যাট ওমেন’ নামে পরিচিতি বিশিষ্ট ভাইরাসবিদ শিন ঝেংগলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন নেতা শুরু থেকেই দাবি করছেন যে, উহানে থাকা চীনের ল্যাব থেকেই করোনাভাইরাস শুরু হয়েছে। কারণ ওই ল্যাবে বিপজ্জনক সব ভাইরাস নিয়ে গবেষণা হতো।

আরও পড়ুন : হাড়ি-পাতিল পিটিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ (ভিডিও)

ডব্লিউএইচওএর ভাইরাস বিশেষজ্ঞ পিটার বেন এম্বেয়ারেকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি উহান ইন্সটিটিউট অব ভাইরাসোলজিতে সাড়ে তিন ঘণ্টার মতো সময় কাটান।

এ দলের একজন সদস্য পিটার টুইটারে দেওয়া বার্তায় বলেন, আজ উহানের ভাইরোলোজি ইন্সটিটিউটের শি ঝেংগলিসহ অন্যান্য স্টাফের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, খোলাখুলি আলোচনা হয়েছে। কিছু প্রশ্ন করা হয়েছে এবং জবাবও পাওয়া গেছে।

জানা গেছে, ২০১৭ সালে চীন উহান প্রদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন এ ল্যাব তৈরি করে। যেখানে ইবোলা, সার্সের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু ভাইরাস নিয়ে কাজ করার কথা জানায় বেইজিং।

চীনা গবেষকরা দাবি করেন, গবেষণা ল্যাবটি সম্পূর্ণ নিরাপদ। ল্যাবটি উহানের হুনান সামুদ্রিক বাজার থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত। ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ওই বাজারের একজন বিক্রেতা।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর গবেষকরা বলে আসছিলেন যে, ভাইরাসটি বন্যপ্রাণী থেকে মানবদেহে এসেছে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি

Back to top button