জাতীয়

জিএম কাদের আছেন থাকবেন, রওশন এরশাদ মায়ের মতো’

ঢাকা, ২২ আগস্ট – সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করার সংবাদটি উদ্ভট, বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আছেন, থাকবেন। বেগম রওশন এরশাদ ম্যাডাম আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।

মঙ্গলবার বিকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

এদিন সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রওশন এরশাদের সই কর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

এ বিষয়ে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সমকালকে বলেন, ‘ম্যাডামও এ বিষয়ে কিছুই জানেন না।’ এই চিঠি রওশন এরশাদ দেননি বলে দাবি করেন তিনি।

সূত্র: সমকাল
আইএ/ ২২ আগস্ট ২০২৩

Back to top button