ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৩০
নয়াদিল্লি, ০২ জুন – ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এ ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭৯ জন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে হাওড়ার শালিমার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনটি বালেশ্বরে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা আদিত্য চৌধুরী বলেন, ‘বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা কোনও ভাবে এখনও কিছু জানতে পারিনি। জানার চেষ্টা করছি।’
স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনে ধাক্কা মারে। এর ফলে ট্রেনের প্রথম তিনটি বগি বাদে সবকটি বগিই লাইন থেকে ছিটকে পড়ে। শুধু তা-ই নয়, করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালবাহী ট্রেনের উপর উঠে যায়। এ দুর্ঘটনার পেছনে সিগনালে ত্রুটি না কি চালকের ভুল—তা জানার চেষ্টা চলছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০২ জুন ২০২৩