আফ্রিকা

যুদ্ধ বিরতি শেষ হতেই সুদানে বিমান হামলা

খার্তুম, ২৮ এপ্রিল – যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত রাজধানীর উত্তরে বিমান হামলা চালানোর পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

আধাসামারিক বাহিনী আরএসএফ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে যুদ্ধবিরতি তুলে নেয়ার পরই বিমান হামলা চালায়।

এদিকে সুদানে সেনাবাহিনী এবং আধা সামারিক বাহিনীর মধ্যে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৫১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি। পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ অবস্থায়, সুদান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে বেশ কিছু দেশ। তবে এখনো আটকে আছে বহু বিদেশি নাগরিক।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩

Back to top button