দক্ষিণ এশিয়া

পাকিস্তানের পাঞ্জাবে ট্রেনে বিস্ফোরণ, নিহত ২, আহত ৯

ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। জাফর এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে চিচাওয়াতনি জেলায় পৌঁছালে এ বিস্ফোরণ ঘটে। দ্য ডন।

কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণটি ঘটেছে বগির একটি শৌচাগারে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।

পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন। আপাতত ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে এটি কোনো জঙ্গি হামলা কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টির তদন্ত করছে পুলিশ।
এর আগে, গত জানুয়ারিতেও পাকিস্তানে একটি ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কারো প্রাণহানি না হলেও আহত হন ৮ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Back to top button