ফুটবল

কেপভার্দের স্টেডিয়ামের নামফলকে বসছেন পেলে

প্রায়া, ০৬ জানুয়ারি – প্রয়াত কিংবদন্তি পেলের নামে নিজেদের জাতীয় স্টেডিয়ামের নামকরণ করল আফ্রিকার দেশ কেপ ভার্দে। গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। মঙ্গলবার ব্রাজিলের এই মহানায়ক চিরনিদ্রায় শায়িত হন।

পেলে তার ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটান নিজ দেশের ক্লাব সান্তোসে। সেই ক্লাবের মাঠেই সোমবার তাকে শেষ শ্রদ্ধা জানায় ব্রাজিলের মানুষ। সেই অনুষ্ঠানে যোগ দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতি ২১১টি দেশকে তাদের একটি স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করার জন্য অনুরোধ করেছে। ফিফার আহ্বানে সবার আগে সাড়া দিল কেপ ভার্দে।

দেশটির রাজধানী প্রাইয়ার বাইরে অবস্থিত এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দে স্টেডিয়াম। যার আসন সংখ্যা ১৫ হাজার।

পেলের নামে স্টেডিয়ামের নামকরণ বিষয়ে কেপ ভার্দের প্রধানমন্ত্রী উলিসিস কোহেই ই সিলভা বলেছেন, এমন ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে এটি করা আমাদের সবাইকে মহান করে তুলবে। এটি এমন একটি উদ্যোগ যা আমি বিশ্বাস করি, বিশ্বের বিভিন্ন দেশও অনুসরণ করবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৩

Back to top button