পশ্চিমবঙ্গ

যতদিন যাচ্ছে বাংলায় করোনার দাপট ততই বাড়ছে

কলকাতা, ০৮ অক্টোবর- যতদিন যাচ্ছে ততই করোনার দাপট বাড়ছে৷ ফলে বাংলায় বাড়ছে করোনা বিপদ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান তাই বলছে৷ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ৬৩ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার ছিল ৫৮ জন৷ তার আগে মঙ্গলবারও ছিল ৬৩ জন৷

সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৯ জন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৫২৬ জন৷ সংক্রমণে রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ রেকর্ড৷ বুধবার ছিল ৩,৪৫৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে ২৯ হাজারের কাছাকাছি৷

এক সময় কমতে কমতে ২৩ হাজারের একটু বেশি ছিল৷ একদিনেই অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ৪৫৩ জন৷ তথ্য অনুযায়ী, ২৮ হাজার ৮৫৪ জন৷ এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা অনেক কম৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৭০ জন৷ বুধবার ছিল ৩,০২৪ জন৷

এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন৷ ফলে রাজ্যে সুস্থতার হার তুলনামূলক আরও কমে গেল৷ তথ্য অনুযায়ী, ৮৭.৯৩ শতাংশ৷ বুধবার ছিল ৮৭.৯৭ শতাংশ৷ মঙ্গলবার ছিল ৮৭.৯৮ শতাংশ৷ একদিনে যে ৬৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন৷ উত্তর ২৪ পরগনার ১৬ জন৷

আরও পড়ুন: বাংলার মতো দুর্নীতিবাজ সরকার আর কোথাও নেই: তেজস্বী সূর্য

দক্ষিণ ২৪ পরগনার ৫ জন৷ হাওড়ার ৬ জন৷ হুগলির ৩ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ৫ জন৷ পুরুলিয়া ২ জন৷ নদিয়া ৩ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ জলপাইগুড়ি ৩ জন৷ কোচবিহার ১ জন৷ আলিপুরদুয়ার ২ জন৷ যদিও বাংলায় প্রতিদিন ৪০ হাজারের বেশি টেস্ট হচ্ছে৷

এদিনের তথ্য অনুযায়ী, একদিনে ৪২ হাজার ৪৪১ টি নমুনা টেস্ট হয়েছে৷ বুধবার ছিল ৪২ হাজার ৬৫১ টি৷ তুলনামূলক এদিন কম টেস্ট হয়েছে৷ এই মূহুর্তে মোট টেস্টের সংখ্যা ৩৫ লক্ষ ৬৫ হাজার ৬০২ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৯,৬১৮ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮৮টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৭ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷

হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৭১৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ পুজোর মুখে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ৷ তাছাড়া কলকাতায় রাজনৈতিক দলের মিছিল মিটিং লেগেই আছে৷

যেখানে কোনও করোনা বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ৷ ফের পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বাড়ছে ভিড়৷ করোনা চলে গিয়েছে মনে করে, অনেকেই মাস্ক ছাড়া রাস্তায় ঘুরছেন৷ স্বাস্থ্য দফতর মনে করছে, মানুষের সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে৷

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ০৮ অক্টোবর

Back to top button