পশ্চিমবঙ্গ

বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটপ্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল

কলকাতা, ২৮ এপিল – যাদবপুর ‘পুনর্দখলে’ সিপিএমের সৃজন ভট্টাচার্যের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। নাম করেননি এক বারও। তবে, জানিয়েছেন, ক্ষমতায় ফিরলে এই খাতে এক হাজারের পরিবর্তে দু’হাজার দেবে তাঁদের সরকার।

দীর্ঘ দিনের ‘বামঘাঁটি’ বলে পরিচিত যাদবপুরে শেষ বার বাম প্রার্থী জিতেছিলেন ২০০৪ সালে। সুজন চক্রবর্তী। সে বারের জয়ী প্রার্থী সুজনকে এ বার দমদমে লড়তে পাঠিয়েছে সিপিএম। আর সুজনের শেষ জেতা কেন্দ্র যাদবপুরে তরুণ মুখ সৃজনকে প্রার্থী করেছে সিপিএম। সেই সৃজনই যাদবপুর ‘পুনর্দখলে’ ভরসা রাখছেন মমতার চালু করা প্রকল্পে। তবে সরাসরি নয়, ঘুরিয়ে। শনিবার বারুইপুরের লাঙলবেড়িয়ায় প্রচার সারেন তরুণ বাম নেতা। গ্রামের মধ্যে লাল ঝান্ডা লাগানো সাইকেল চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। শোনেন অভাব-অভিযোগের কথা। একযোগে আক্রমণ করেন বিজেপি-তৃণমূলকে। এই প্রসঙ্গেই ঘুরেফিরে আসে মমতা সরকারের চালু করা প্রকল্পের কথা। সৃজন বলেন, ‘‘বুদ্ধবাবুর সময় বিধবাভাতা, বার্ধক্যভাতা, বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, ২ টাকা কেজি দরে চাল— সবই ছিল। তৃণমূলের সময় আরও দু’টি নতুন প্রকল্প চলছে। সিপিএম কোনও দিন আবার ফিরলে এই প্রকল্পগুলি ডাবল-ডাবল চলবে।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
আইএ/ ২৮ এপিল ২০২৪

Back to top button