জাতীয়

নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে: ফখরুল

ঢাকা, ১২ অক্টোবর – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যাতে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে।’

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষকদলের প্রতিনিধি সভা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এ সরকার দীর্ঘ ১২ বছর যাবত আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করছে। শুধু বিএনপি নয়, এ দেশের মানুষের ওপর নির্যাতন করছে। আজ আওয়ামী লীগের ওপর কোনো আস্থা নেই। কারণ, এরা এই দেশের মানুষের যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা, সবগুলোকে চুরমার করে দিয়েছে। এদেরকে কাঠগড়া দাঁড়াতে হবে। তারা সংবিধানকে কেটে-ছিঁড়ে ধ্বংস করেছে, বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।’

তিনি আরও বলেন, ‘এখন তো আমলা লীগ। যেখানে যাবেন, ডিসি-এসপি-ওসি এরাই হলো বড় সাহেব। আওয়ামী লীগের চাইতে তারা অনেক বড়। তারা নিজেরাই বলে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এই যে অবস্থার সৃষ্টি করেছে এজন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ অক্টোবর

Back to top button