ফুটবল

নেপালের বিপক্ষে দর্শক ইয়াসিন

মালে, ০৯ অক্টোবর – লাল কার্ডের কারণে মালদ্বীপের বিপক্ষে খেলতে পারেননি বিশ্বনাথ ঘোষ ও উইঙ্গার রাকিব হোসেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। ফাইনাল খেলতে হলে ওই ম্যাচে জিততেই হবে জামাল ভূঁইয়াদের। কিন্তু তার আগে দু:সংবাদ লাল সবুজের শিবিরে। কার্ডজনিত কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

মালদ্বীপ ম্যাচে ৩০টি ফাউলের বাঁশি বাজিয়েছেন ইরাকি রেফারি ইউসুফ সাঈদ হাসান। বাংলাদেশের পাঁচ খেলোয়াড়কে দেখিয়েছেন হলুদ কার্ড। কার্ড দেখানো হয়েছে কোচ অস্কার ব্রুজোনকেও। এই পাঁচ জনের একজন ইয়াসিন আরাফাত। ইয়াছিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও হলুদ কার্ড দেখেন।

দ্বিতীয় কার্ড দেখেছেন মালদ্বীপ ম্যাচে। ইয়াসিন ছাড়াও মালদ্বীপ ম্যাচে কার্ড দেখেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজী, জুয়েল রানা ও মোহাম্মদ ইব্রাহিম। একটি করে কার্ড আছে মতিন মিয়া ও সাদউদ্দিনের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই কার্ড দেখলে পরবর্তী ম্যাচ নিষিদ্ধ। সেই হিসেবে নেপাল ম্যাচে গ্যালারিতে থাকতে হবে ভারত ম্যাচের গোলদাতাকে।

সূত্র : সমকাল
এন এইচ, ০৯ অক্টোবর

Back to top button