ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২১ আগস্ট- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িতে অভিযানে ১৩টি মামলায় ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অগাস্ট) দিনব্যাপী ডিএসসিসির পাঁচজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১,২,৩,৪, ৫, ৬, ৮ ও ৯ এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত ২৪১টি নির্মাণাধীন স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলায় ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button