ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও, ২০ জুন – ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ২৫০ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুরে ওই ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামের কালি কুমার (৫৫) এর বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রোববার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক।

ওসি মোসাব্বেরুল হক জানান, শনিবার দুপুরে দিকে স্থানীয়রা খবর দেয় যে, সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামে মৃত দর্প বর্ম্মণের বাসায় একটি বিষ্ণু মূর্তি আছে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির দৈর্ঘ্য ৪ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ২ ফুট ১ ইঞ্চি আর ওজন ২৫০ কেজি।

জিজ্ঞাসাবাদে কালি কুমার জানান, বাসার পাশে একটি পুকুর খননের সময় তিনি এই মূর্তিটি পেয়েছিলেন। তবে এটি কিসের মূর্তি, তা তিনি যানেন না।

ওসি আরও জানান, মূর্তিটি কি পাথরের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিবি পুলিশ। এটি নিয়ে যাচাই বাছাই চলছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ জুন

Back to top button