সংগীত

বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

ইসলামাবাদ, ১২ ডিসেম্বর – ঢাকায় একের পর এক বাতিল হচ্ছে কনসার্ট। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট স্থগিত হলো। ঢাকায় আগামী ১৩ ডিসেম্বর তার পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না।

সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

বিভিন্ন সূত্র জানিয়েছে, এই কনসার্ট আয়োজনের জন্য আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মিলেনি। দুই একটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে বাধ্য হয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এদিকে, ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে নয় হাজার টাকা দামের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় টিকিট ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে; অনেকেই এখন রিফান্ডের অপেক্ষায়।

সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তৈরি হতে পারে বড় ধরনের অসন্তোষও। পাশাপাশি বারবার এ ধরনের আয়োজন বাতিল হওয়া বাংলাদেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, এবারের আয়োজন করছিল দুটি প্রতিষ্ঠান—‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি আয়োজকরা।

এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language