পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত ৩৯৯৩ জন, ৫৭ জনের মৃত্যু

কলকাতা, ৩১ অক্টোবর- পশ্চিমবঙ্গে ফের বাড়ছে সুস্থতার হার।আক্রান্তের তুলনায় সুস্থ বেশি ।কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত ৩৯৯৩ জন । শুক্রবার ছিল ৩,৯৭৯ জন৷ তুলনামূলক সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা৷

তবে সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৪ জন৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ছিল ৫৯ জন। ফলে সামান্য কমল মৃতের সংখ্যা৷ তবে এই পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৬,৮৪১ জনের৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,০৪৯ জন। শুক্রবার ছিল ৪,০১৫ জন৷ পর পর দুই দিন দৈনিক সুস্থতার সংখ্যা চার হাজার ছাড়াল। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৩৭ জন৷ সুস্থতার হার বেড়ে ৮৮.৩০ শতাংশ। শুক্রবার ছিল ৮৮.১৬ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও অনেক দিন পর ৩৭ হাজারের নিচে নেমে এল৷

তথ্য অনুযায়ী,৩৬ হাজার ৮৮৬ জন ।শুক্রবারও ছিল ৩৬ হাজার ৯৯৯ জন৷ তুলনামূলক ১১৩ জন কম৷ এই মূহুর্তে বাংলায় করোনা নমুনা টেস্ট ৪৫ লক্ষ ছাড়াল৷ তথ্য অনুযায়ী, ৪৫ লক্ষ ৫৬ হাজার ৪২৫ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫০,৬২৭ জন৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৫ হাজার ১৫৫ টি৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৪ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আশা করা যায় ওই ল্যাবরেটরিগুলিতে শীঘ্রই টেস্ট শুরু হবে৷

বাংলায় এই মূহুর্তে ৯৪ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৯ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৮১১ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ৩১ অক্টোবর

Back to top button