রূপচর্চা

সৌন্দর্য চর্চায় ব্রাউন সুগার

সৌন্দর্য চর্চায় কোনো কেমিকেল প্রোডাক্ট নয়, ভরসা রাখুন বাড়িতে বানানো কিছু প্যাকে। এক্ষেত্রে ভালো কাজে লাগতে পারে ব্রাউন সুগার।

এটি ত্বকের প্রাকৃতিক জেল্লা ফুটিয়ে তুলতে সহায়তা করবে।

ত্বকের হারানো জেল্লা ফেরাতে: এই নিয়ম করে ব্যবহার করতে পারলে মরা কোষগুলোতে নতুন করে প্রাণের সঞ্চার হবে। ত্বক যত তরতাজা থাকে তার জেল্লা স্বাভাবিকভাবেই ততবেশি ফুটে ওঠে।

আরও পড়ুন ::

শুধু মুখ নয়, আপনার হাতে, পায়ে কিংবা ঘাড়েও এটি লাগাতে পারেন। একটা তাৎক্ষণিক ঠান্ডাভাব অনুভব করবেন।

ঠোঁট ফাটা সমাধানে: গরমেও অনেকেরই ঠোঁট ফাটছে। তাই ব্রাউন সুগারের বেস দিয়ে তৈরি করা কোনো লিপ বাম নিয়মিত ঠোঁটে ব্যবহার করতে পারেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।

স্ক্রাবিং: গুড়, চিনি ও লবণের উপাদানে এই ব্রাউন সুগার তৈরি করা হয়। আমরা জানি যে চিনিতে সাধারণভাবেই স্ক্রাবিংয়ের গুণ থাকে।

লবণ আবার সহজে ত্বকের সঙ্গে মিশে যায়। আর গুড়ের মিষ্টত্ব ত্বককে ঠান্ডাভাব প্রদান করে।

ব্রণ সমস্যা: ব্রাউন সুগারে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি ত্বকে ক্ষতিকারক কোনো প্রভাব পড়তে দেয় না।

এর পাশাপাশি আবার শুষ্ক চামড়ার হাত থেকেও রেহাই পাওয়া যায় সহজেই। সপ্তাহে একবার সুগার ফেসিয়াল বাড়িতেই নিজেই করতে পারেন।

ত্বকের দাগ: ব্রাউন সুগারে প্রচুর পরিমাণে গ্লাইকোলিক নামক উপাদান থাকে। এর ফলে ত্বকের কোনো অংশে পোড়াভাব কিংবা অন্য কোনও দাগ থাকলে তা দূর করতে পারে এই চিনি। ফলে নিয়মিত লাগালে ফল পাবেন।

এম এন / ০৬ মে

Back to top button