জাতীয়
করোনামুক্ত খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস
ঢাকা, ১৯ এপ্রিল – করোনা ভাইরাসমুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রোববার (১৮ এপ্রিল) তার করোনা টেস্ট করলে রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
আরও পড়ুন : মামুনুলের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
তিনি বলেন, করোনা ভাইরাসমুক্ত হলেও শিমুল বিশ্বাসের এখনও কাশি ও ঠান্ডা রয়ে গেছে। তার সিটিস্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে।
গত ৪ এপ্রিল থেকে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন শিমুল বিশ্বাস। ওই সময় করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওই সময় থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৯ এপ্রিল