ফুটবল

ফুটবলার পল পগবাকে নিয়ে চলচ্চিত্র

তারকা ফুটবলার পল পগবা নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছে অ্যামাজন স্টুডিও। তথ্যচিত্রের আদলে নির্মিত এ প্রজেক্টটির নাম দেওয়া হচ্ছে ‘দ্য পোগমেন্টারি’।

আরও পড়ুন : ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

বিশ্বের অন্যতম এই নন্দিত ফুটবলারকে নিয়ে তৈরি হওয়া এই তথ্যচিত্রে দেখা মিলবে তার ছোটবেলা থেকে শুরু করে আজকের এই পগবা হওয়ার নানা ঘটনা। ‘দ্য পোগমেন্টারি’-তে আরও দেখানো হবে পগবার জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে আলোচনা-সমালোচনাসহ বৈচিত্রময় দিনগুলোকে। তার বিশ্বকাপ জয়ের ঘটনাবহুল তথ্যও থাকবে এখানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩ মিলিয়ন ফলোয়ারের আজকের এই পগবার বেড়ে উঠা এবং বাল্যজীবন নিয়ে কথা বলবেন তার পরিবারের সদস্য ও তার ছোটবেলার বন্ধুরা।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৮ এপ্রিল

Back to top button