আইন-আদালত

ভার্চ্যুয়াল কোর্টে ৩২৪০ জনের জামিন

ঢাকা, ১৪ এপ্রিল – সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে কারাবন্দি তিন হাজার ২৪০ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : ‌লকডাউনে যেভাবে চলবে আদালত

তিনি জানান, সোমবার (১২ এপ্রিল) থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

মঙ্গলবার সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানিতে পাঁচ হাজার ১১০টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ২৪০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এরপর আগে গত ১২ এপ্রিল (সোমবার) এক হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছিল।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৪ এপ্রিল

Back to top button