মিয়ানমারে জান্তাবিরোধীদের হামলায় ১০ পুলিশ নিহত, ১৯ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড
নেপিডো, ১১ এপ্রিল – মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি জাতিগত নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠীর জোটের যোদ্ধাদের হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। এদিকে মিয়ানমারে এক সামরিক কর্মকর্তার সহযোগীকে হত্যার অভিযোগে ১৯ বেসামরিক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের আদালত।
প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার মিয়ানমারের পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র সেনারা হামলা চালালে কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য প্রাণ হারান। আরাকান আর্মি, টা আং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সমন্বয়ে গঠিত জান্তাবিরোধী সশস্ত্র জোটের যোদ্ধারা শান প্রদেশের নাউংমোনের পুলিশ স্টেশনে হামলা চালায়।
আরও পড়ুন : মিয়ানমারে একদিনে ৮২ বিক্ষোভকারীকে হত্যা
এদিকে সামরিক আদালতের মাধ্যমে দেশটির ১৯ বেসামরিক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে জান্তা সরকার। তাদের বিরুদ্ধে গত মাসে ইয়াঙ্গুনের উত্তর ওক্কালাপা জেলায় মিয়ানমারের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনকে মারধর এবং নির্যাতন করে তার এক সহযোগীকে হত্যার অভিযোগ আনা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃত্যুদ- পাওয়া আসামিদের মধ্যে বর্তমানে ১৭ জনই পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া তাদের মধ্যে ১৭ বছর বয়সী একজন কিশোরীও রয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারির সেনাবাহিনী নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর বিরুদ্ধে বিক্ষোভে সেনানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর হাতে ছয় শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।
সূত্র : সমকাল
এন এইচ, ১১ এপ্রিল