জাতীয়

অপু উকিল করোনাভাইরাসে আক্রান্ত

ঢাকা, ১০ এপ্রিল – করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। শনিবার করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর গণমাধ্যমকে তিনি নিজেই জানান।

অপু উকিল বলেন, ‘কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলাম। আজ রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের জন্য দোয়া-আশীর্বাদ করবেন।’

আরও পড়ুন : টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখের বেশি মানুষ

উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অপু উকিলের স্বামী আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button