ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭
জাকার্তা, ১০ এপ্রিল – ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবরে বলা হয়েছে, শনিবারের এই ভূমিকম্পে সাত ব্যক্তি নিহত হয়েছে, কয়েকটি শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবরে বলা হয়, পূর্ব জাভা উপদ্বীপের বালিসহ সংলগ্ন শহর এবং উপশহরে এই ভূমিকম্পন অনুভূত হয়। দেশটির এই অঞ্চলে ৪ কোটি ৭০ লাখ মানুষ বসবাস করে। ইউরোপীয়ান-ভূমধ্যসাগরীয় ভূ-কম্পন পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত মহাসাগর এবং পূর্ব জাভার ৫৭ কিলোমিটারের মধ্যে।
আরও পড়ুন : মিয়ানমারে রাতভর নির্বিচার গুলি, নিহত ৬০
দুর্যোগ দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম `দেতিক ডটকম‘ জানিয়েছে, ভূমিকম্পে লুমাজাং শহরে পাথর (বোল্ডার) পড়ে একজন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকটি শহরে ছয়জন নিহত হন।
ইন্দোনেশিয়ার ভূপ্রাকৃতিক সংস্থা বিএমকেজি ভূমিকম্পের পর আফটার শকসের রিপোর্ট জানালেও সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে।
ভূমিকম্পে সংসদ ভবনসহ, একটি স্কুল, একটি হাসপাতাল এবং বেশ কয়েকটি শহরের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ক্ষয়-ক্ষতি নিরূপনের চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পনের ফলে মালাং শহরের শপিংমল থেকে মানুষজন দৌঁড়ে বেরিয়ে যাচ্ছে।
ইডো আফজাল নামে হোটেল ব্লিটারের একজন অভ্যর্থনাকর্মী রয়টার্সকে বলেন, আমি দুইবার ভূমিকম্পন অনুভব করেছি, প্রথমবার দুই সেকেন্ড পর এটি থেমে যায়, কিন্তু আবার কেঁপে ওঠে যেটা পাঁচ সেকেন্ড স্থায়ী হয়।
সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১০ এপ্রিল