ঢালিউড

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন

সুধাময় সরকার

ঢাকা, ০৩ এপ্রিল – বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি সোহানুর রহমান সোহান আর মহাসচিব হিসেবে নির্বাচিত হলেন শাহীন সুমন।

সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন মাত্র ৮০ ভোট। অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে মহাসচিব হিসেবে বিজয়ী হলেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন মাত্র ৬৪ ভোট।

আরও পড়ুন : পুত্র-পুত্রবধূসহ করোনায় আক্রান্ত চিত্রনায়িকা মৌসুমী

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বিএফডিসিতে আনন্দমুখর পরিবেশে দ্বিবার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে ভোট গণনা শুরু হলেও ফলাফল পেতে অপেক্ষা করতে হয় শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টা পর্যন্ত।

এই নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন ছটকু আহমেদ। ১৬২ ভোট পেয়ে উপ-মহাসচিব নির্বাচিত হন কবিরুল ইসলাম রানা। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে জয়লাভ করেন- অর্থসচিব হিসেবে মোঃ সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী (১৬২)।

১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি বিজয়ী বা পরাজিতদের প্রতিক্রিয়া।

২০২১-২০২২ মেয়াদের এই নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। সভাপতি পদে লড়ছেন তিন জন, মহাসচিব পদেও লড়ছেন তিন জন। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে এবং ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করছেন প্রার্থীরা।

এন এইচ, ০৩ এপ্রিল

Back to top button