পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের বাম নেতা আব্দুর রাজ্জাক মোল্লা মারা গেছেন

কলকাতা, ১৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ভাঙড়ের সাবেক বিধায়ক ডা. আব্দুর রাজ্জাক মোল্লা মারা গেছেন। সিপিএমের রাজনীতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক অসুস্থতার ভুগছিলেন এই বাম নেতা। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কলেজে পড়ার সময় বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আকৃষ্ট হন রাজ্জাক। ক্রমে রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়ে তিনি রাজ্য সিপিএমের প্রথম সারির নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হন।

তিনি পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এক টানা ক্যানিং পূর্ব আসন থেকে নির্বাচিত আব্দুর রাজ্জাক মোল্লা, ২০১১ সালের নির্বাচনেও ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটলেও তিনি তার আসন ধরে রাখেন।

আরও পড়ুন:  বিজেপির একজন মরলে তৃণমূলের চার জনকে মারব

তবে মাঝে দল-বিরোধী পদক্ষেপের অভিযোগে দল সিপিএম থেকে বহিষ্কৃত হন রাজ্জাক।

বর্ষীয়ান নেতার শেষ সময়ে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হয়েছিলেন রশিদ গাজী, তুষার ঘোষ ও স্থানীয় বাম নেতারা।

বৃহস্পতিবারই সাবেক এই বিধায়কের দাফন সম্পন্ন হবে।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১৫ অক্টোবর

Back to top button