ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও পৌরসভার ফলাফল প্রত্যাখ্যান বিএনপির

ঠাকুরগাঁও, ১৪ ফেব্রুয়ারি – ঠাকুরগাঁও পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, ভোট প্রদানে বাধাসহ নানা অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফ।

তার দাবি, ‘সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করেও আমাদের এজেন্ট পাইনি।’

আরও পড়ুন : হিলি সীমান্তে মাদকসহ আতশবাজি উদ্ধার

রবিবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শেষে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফের পক্ষে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সল।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। মানুষ ভোট দেওয়া অপেক্ষায় থাকলেও সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে যাতে কেন্দ্রে না আসে।

এ সময় ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : দেশরুপান্তর
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি

Back to top button