ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

ঠাকুরগাঁও, ২০ সেপ্টেম্বর – ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে। একই দিন রুহিয়া থানা মহিলা লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিরা পরবর্তীতে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন।

বুধবার আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের অস্থায়ী জামিনের শেষ দিন ছিল। স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩

Back to top button