বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল

চট্টগ্রাম, ১৭ অক্টোবর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ইসলামবিদ্বেষী—এটি অপপ্রচার। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, আর অন্যান্য ধর্মের ১০ শতাংশ।
আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই সমান অধিকার ভোগ করবে সাংবিধানিকভাবে। ইসলামের শিক্ষা হচ্ছে সবার নিরাপত্তা নিশ্চিত করা। সম্প্রীতির সঙ্গে আমাদের সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে এ দেশে।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে ইসলামের নাম ব্যবহার করে ইসলামের ক্ষতি করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। দুনিয়ার জন্য, রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করার যে প্রবণতা, এটা রুখে দিতে হবে। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য আদর্শিক রাজনীতি আমাদের করতে হবে।
সেই আদর্শ উৎসর্গিত হয় ধর্মীয় মূল্যবোধ থেকে, সামাজিক মূল্যবোধ থেকে, সম্প্রীতির মূল্যবোধ থেকে, একাত্মতার মূল্যবোধ থেকে সেটা বজায় রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘কেউ কেউ বলে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে যদি ইসলাম শব্দ লেখা থাকে তাহলে কি তারা ইসলামের মালিক হয়ে যায়?’
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫









